নিজস্ব প্রতিবেদক *
চলতি (২০২৩-২৪) অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ কমানো হয়েছে। সংশোধন করে ১৮ হাজার কোটি টাকা কমানোর ফলে বর্তমানে এডিপির আকার দাড়িয়েছে দুই লাখ ৪৫ হাজার কোটি টাকা।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপির অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন এসইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বেশ কিছু কারণে রাজস্ব আদায় কম হওয়ায় এডিপির ব্যয় বরাদ্দ কমানো হয়েছে।
তিনি বলেন, দ্রুত শেষ হবে এমন প্রকল্পে অগ্রাধিকার দিয়ে অর্থ বরাদ্দ দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা কমাতেও নির্দেশ দিয়েছেন।
এছাড়া চলতি অর্থবছরের মধ্যেই নির্ধারিত ৩৩০টি প্রকল্প বাস্তবায়ন শেষ করতেও প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।
চলতি অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। প্রথম সাত মাস অর্থাৎ গত জানুয়ারি পর্যন্ত এডিপি বাস্তবায়ন হয়েছে ৭৪ হাজার ৪৬৪ কোটি টাকা বা ২৭ দশমিক ১১ শতাংশ।
গত ডিসেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার ছিলো বরাদ্দের মাত্র ২২ দশমিক ৪৮ শতাংশ, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন বলে সংশ্লিষ্টরা জানান।