
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুনকে গণসংবর্ধনা দিয়েছে কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন। শনিবার (০২ মার্চ) মছজিদ্দা উচ্চবিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি ও সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন।
তিনি দলমত নির্বিশেষে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতায় সীতাকুণ্ডকে স্মার্ট সীতাকুণ্ড হিসেবে গড়ে তুলতে চাই। আমি দুই মেয়াদে উপজেলা চেয়ারম্যান ছিলাম,সেখানে নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমি প্রতিটি ইউনিয়নে সাধ্যমতো উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যেতে চেষ্টা করেছি। এবার আপনারা আমাকে এমপি বানিয়েছেন।আমি শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠমো উন্নয়নে যা যা করা দরকার সীতাকুণ্ডবাসীর জন্যে করে যাবো।
এমপি মামুন বলেন, দলের প্রতিটি নেতা-কর্মীকে যার যার অবস্থান থেকে মূল্যায়ণের মাধ্যমে দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আর সীতাকুণ্ডের যে কোনো মানুষ যেকোনো প্রয়োজনে এমপি এসএম আল মামুন কোনো মাধ্যম ছাড়াই সরাসরি তাঁর সাথে ব্যক্তিগত মোবাইল ফোনে বা সরাসরি কথা বলার আহবান জানান ।

কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রশিদ আহমেদ এর সভাপতিত্বে ও কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দীন আহমেদ মঞ্জু, উত্তর জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মহসিন জাহাঙ্গীর, সাবেক আইনবিষয়ক সম্পাদক এডভোকেট ভবতোষ নাথ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কিশোর ভৌমিক, ইঞ্জিনিয়ার আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ মিয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহম্মদ শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুন, প্রচার সম্পাদক আসলাম হাবীব, উপজেলা শ্রমিক লীগ সভাপতি দুলাল দেসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা প্রমুখ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।