বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

স্বাধীনতা দিবস সুপার কাপ মিনিবার  ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক *

বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন ভাটিয়ারি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন ও অতিথিবৃন্দ

কংকনের দেয়া একমাত্র গোলে  মাদামবিবিরহাট বয়েজ ক্লাব ১-০ গোলে সীতাকুণ্ড সোল্ডার ক্লাবকে হারিয়ে স্বাধীনতা দিবস সুপার কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এ চ্যান্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।bsrm

গত ১ মার্চ শুক্রবার সন্ধ্যায় মাদামবিবিরহাট দক্ষিণ খাদেমপাড়া হাসনাবাদ গ্রামে এ ফাইনাল খেলাটি বিপুল সংখ্যক দর্শকের উপস্হিতিতে অনুষ্ঠিত হয়।

খেলাশেষে প্রধান অতিথি ভাটিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ভাটিয়ারি ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন ও অতিথিবৃন্দ  চ্যান্পিয়ন – রানারআপ দলসহ সকল খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন।টুর্নামেন্টে সীতাকুণ্ড সোলডার ক্লাবের বিজয়  সেরা খেলোয়াড়, ফাইনালে বয়েজ ক্লাবের কংকর  ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।

টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মো. রাসেলের  সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান মেহমান ছিলেন আাঁখি ইন্টারন্যাশনালের পরিচালক আরিফুল ইসলাম নয়ন,বিশেষ  অতিথি ছিলেন ভাটিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম,খাদেমপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেম্বার মো. নিজাম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা তাঁতী লীগের সদস্যসচিব গিয়াস উদ্দিন টিটু। গত ডিসেম্বর থেকে শুরু হওয়া ৩২টি দলের অংশগ্রহণে  রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে স্হানীয় মাঠে “খেলাধুলায় অংশগ্রহণ কর,শরীর মন সুস্হ রাখ”-  এই শ্লোগানকে সামনে রেখে টুর্নামেন্টটি শুরু হয়।ads din

এসময় প্রধান অতিথি আলহাজ্ব নাজিম উদ্দিন বলেন, প্রযুক্তির এ যুগে, বিভিন্ন খারাপ, কু- প্রভাব থেকে একমাত্র খেলাধুলায় শিশু- কিশোরদের সুস্হতা এবং মনোবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ছেলে-মেয়েদের বিভিন্ন স্কুল টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভা  অন্বেষণ,ইউনিয়ন এবং উপজেলায়  মাঠ ও মিনি স্টেডিয়াম নির্মাণে শেখ হাসিনার সরকার যুগান্তকারী পদক্ষেপ রাখছে বলে তিনি উল্লেখ করেন।

খেলায় মো. মোরশেদ রেফারি এবং শাকিব ও করিম সহ-রেফারির দায়িত্ব পালন করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও