মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

সুরপঞ্চম সঙ্গীত নিকেতনের বসন্ত উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

সুরপঞ্চম সঙ্গীত নিকেতনের বসন্ত উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

সুরপঞ্চম সঙ্গীত নিকেতনের বসন্ত উৎসব ও বার্ষিক পুরস্কার বিতরণী উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনের কর্মসূচী  শুক্রবার (১মার্চ) দক্ষিণ কাট্টলী বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে সুর পঞ্চম এর শিক্ষার্থী ও অতিথিবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি স্থানীয় গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বাসন্তী স্কুলে এসে শেষ হয়। বিকেলে আলোচনা সভা, গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মনোজ কুমার দেব, সংবর্ধিত অতিথি ছিলেন,  বীর মুক্তিযোদ্ধা প্রণাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা দয়ালহরি নন্দী, চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর যুগ্ম সম্পাদক অলোক কুমার দাশ, দুচুর নৃত্যকলা একাডেমীর অধ্যক্ষ স্বপন দাশ। অনুষ্ঠানমালার উদ্বোধন করেন, সুরাঙ্গন সঙ্গীত বিদ্যাপীঠ এর অধ্যক্ষ মৃদুল কান্তি দাশ।bsrm

সুর পঞ্চম এর অধ্যক্ষ শিমুল দাশ এর সভাপতিত্বে ও বোধন এর আবৃত্তি প্রশিক্ষক সঞ্জয় পাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন,  শ্রীমতি মিনু রানী দেবী, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সুরপঞ্চম সঙ্গীত নিকেতন এর সহ-অধ্যক্ষ রিয়া দাশ।  আলোচনা সভায় বক্তারা বলেন, শুদ্ধ সাংস্কৃতিক চর্চাই পারে মানবীয় গুণাবলির উৎকর্ষসাধন করতে। সংস্কৃতির ক্রমবর্ধমান বিকাশ ও উৎকর্ষসাধনে তাই এর চর্চা ও ব্যবহার বৃদ্ধি করতে হবে। প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়া এর উৎকর্ষ বিকাশ সম্ভব নয়। সুর পঞ্চম সঙ্গীত নিকেতন সেই কাজটি করে যাচ্ছে। বক্তারা আরো বলেন, বাঙালি জাতীয়তাবোধের সংস্কৃতি তাদের হৃদয়ে লালন-ধারণ করতে বসন্ত উৎসবের মতো বিনোদনমূলক অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও