বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

সংরক্ষিত নারী আসনে  চট্টগ্রামে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক *

bsrm

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন দলীয় প্রার্থীকে চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়।

চট্টগ্রাম থেকে আতাউর রহমান খান কায়সারকন্যা ওয়াসিকা আয়েশা খানের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নতুন দুজন। তাঁরা হলেন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুণ লুবনা ও  উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ।ads din

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক আতাউর রহমান খান কায়সারের কন্যা ওয়াসিকা আয়েশা খান আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদে রয়েছেন। দায়িত্ব পালন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদে। এবার তাঁর মন্ত্রিসভায়ও স্থান হচ্ছে বলে মনে করছেন দক্ষিণের মানুষ।

শামীমা হারুণ লুবনা চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বাবা আবদুল্লাহ আল হারুণ একদিকে ভাষা সৈনিক অন্যদিকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। চট্টগ্রামের রাউজানে তাঁর বাবার বাড়ি, দক্ষিণে শ্বশুরবাড়ি।

দিলোয়ারা ইউসুফ চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য তিনি।  রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি ও চসিক (আংশিক) ওয়ার্ডের দায়িত্বে পালন করছেন তিনি। তাঁর স্বামী ইউসুফ সিকদার মুক্তিযুদ্ধের সংগঠক।

সর্বশেষ

এই বিভাগের আরও