সৌদীআরব প্রতিনিধি *
এশিয়ান টিভির ১১তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে সৌদীআরবের রিয়াদে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) স্হানীয় সময় রাত ১১টায় সানসিটি পলিক্লিনিক এর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
ডিএমসি গ্রুপের ভাইস চেয়ারম্যান ‘ফজলে রাব্বি র’ সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি আলহাজ্ব নুরুল ইসলাম।
সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে এশিয়ান টিভির রিয়াদ (সৌদীআরব) প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন এর শুভেচ্ছা ও কৌশল বিনিময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এশিয়ান টিভি প্রবাসীদের পাশে থেকে কাজ করে যাবে বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদীআরব প্রবাসী সাংবাদিক ফোরাম(প্রসাফ) সভাপতি সাংবাদিক আবুল বশির,বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম(বাপ্রসাফ) সভাপতি ফারুখ আহমেদ চাঁন, ডিএমসি গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাখাওয়াত হোসেন আরমান, সৌদীআরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন,
সানসিটি ক্লিনিকের স্পন্সর মো. আদনান, ডিএমসি গ্রুপের ডিরেক্টর মো. জাকির হোসেন, মো. আনোয়ার হোসেন, আলহাজ্ব আবুল কালাম, চট্টগ্রাম সমিতি রিয়াদ এর সাধারণ সম্পাদক আজিজুল হক শিকদার, সানসিটি ক্লিনিকের মার্কেটিং এডভাইজার মো. বেলাল হোসেন, নুরুল আলম নুরু, মো.সোহেল প্রমুখ।
অনুষ্ঠানটি হাফেজ ইউনুস আহমেদ এর পবিত্র কোরআন তিলোওয়াতের মাধ্যমে শুরু করে ১১তমবর্ষপূর্তি ও১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানটি উপভোগ করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান এশিয়ান টিভির সম্মানে ফুল নিয়ে আসে এবং এশিয়ান টিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনকে শুভেচ্ছা জানায়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যমুনা টিভির রিয়াদ প্রতিনিধি সেলিম, মোহনা টিভির রিয়াদ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়, নিউজ 24 প্রতিনিধি রুস্তম খাঁন, এসএটিভি রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম, মাইটিভি রিয়াদ প্রতিনিধি ছাদেক আহমদ,
ডিবিসি-নিউজের রিয়াদ প্রতিনিধি এইচ এম হেমায়েত, তিতাস টিভির প্রতিনিধি আল আমীন, পল্লী টিভির প্রতিনিধি শাহজাহান সোহাগ, ৫২ টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম ও একাধিক প্রিন্টমিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এছাড়া প্রবাসী নাশীদ ব্যান্ড, গ্রীণবাংলা সোসাইটি ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশেষ পরিবার পরিজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি বেশ প্রাণবন্ত হয়েছিল। রিয়াদের সংবাদকর্মীগণ এশিয়ান টিভির রিয়াদ প্রতিনিধিকে সংবাদের ক্ষেত্রে সর্বাত্নক সহযোগীতার আশ্বাস প্রদান করে।