শনিবার, ২২ মার্চ ২০২৫

বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন আর নেই

নিজস্ব প্রতিবেদক *

bsrm

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন সওদাগর চিকিৎসাধীন অবস্থায় ভারতের চেন্নাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩জানুয়ারি) সন্ধ্যায় মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

কুমিরা ইউনিয়নের নিমতলা নিবাসী মরহুম কামাল উদ্দিন সওদাগর দল-মত নির্বিশেষে এলাকার সর্বমহলে একজন সজ্জ্ন ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে কুমিরা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তিনি  স্ত্রী, দুই ছেলে ওসি তদন্ত মো. খালেদ কায়সার ও ইঞ্জিনিয়ার ইফতেখার কায়সার বাবু ও এক মেয়েসহ  নিকট আত্মীয়-স্বজন, অসংখ্য রাজনৈতিক সতীর্থ ও ৭১এর রণাঙ্গণের সাথীদের রেখে যান।ads din

তিনি কুমিরা ইউনিয়ন  আওয়ামী লীগের দীর্ঘদিনের  সভাপতি, ছোট কুমিরা বাজার কমিটির সভাপতি, মছজিদ্দা উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত  শিক্ষানুরাগী সদস্য ছিলেন।

আজ বুধবার আসর নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায়  মছজিদ্দা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে মরহুমের  নামাজে জানাজা।

দেশের সূর্যসন্তান  বীর মুক্তিযোদ্ধা  মো. কামাল উদ্দিন এর মৃত্যুতে কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও