চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ-১৪৩২ এর শুভ সূচনা করা হয়।
এসময় প্রধানঅতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো.ফখরুল ইসলাম ফিতা কেটে বৈশাখী ও লোকজ মেলার উদ্বোধন করেন।
এরপর পৌরসভা চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। বাংলা নববর্ষ উপলক্ষে বাঙালি সংস্কৃতির সাথে মিল রেখে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৈশাখী ও লোকজ মেলা, প্রদর্শনী কাবাডি খেলা এবং একাধিক শিল্পী গোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল মুনছুর,উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা এলজিইডি কর্মকর্তা আলমগীর বাদশা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাজাম্মল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস মোস্তফা আলম সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফন নেছা বেগমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী,সংবাদকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।