মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

বড়দারোগাহাটে ইজারাদার ও ব্যবসায়ীদের মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়দারোগাহাটে ইজারাদার ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল )বিকাল ৪টার দিকে বাজারের  একটি হল রুমে ইজারাদার চট্টগ্রাম উওর জেলা জিয়া মঞ্চের সভাপতি ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মো.অহিদুল ইসলাম চৌধুরী (শরীফ)এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলার ১নম্বর যুগ্ন আহবায়ক মো.সালাউদ্দিন সেলিম।bsrm

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় তারা বলেন, রাতে নিরাপত্তা প্রহরীর পাশাপাশি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার রাখার জন্য পুলিশের টহল বাড়ানো উচিৎ।এতে করে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি-ডাকাতি রোধ হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হারুন,ইউপি সদস্য মো.জসিম,ইউপি সদস্য মো.সেলিম,ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আনোয়ারুল আজিম, মো.ইসমাইল হোসেন, মো.দিদারুল আলম চৌধুরী,মো.আলাউদ্দিন রুবেল, মো.এসকান্দরসহ বিভিন্ন ব্যবসায়ীক নেতৃবৃন্দ।

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও