গণঅধিকার চর্চা কেন্দ্রের প্রতিনিধি সভা গতকাল (১২ এপ্রিল) শনিবার সন্ধ্যায় চকবাজার অস্থায়ী কার্যালয়ে ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
গণঅধিকার চর্চা কেন্দ্রের সদস্য সচিব মশিউর রহমান খানের সঞ্চালনায় প্রতিনিধি সবায় প্রধান বক্তা ছিলেন বাসদ (মার্কসবাদী) চট্টগ্রামের সমন্বয়ক শফিউদ্দিন কবির আবিদ।
বক্তব্য রাখেন প্রজন্ম চট্টগ্রামের নির্বাহী চৌধুরী জসিমুল হক, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, বাংলা প্রচলন উদ্যোগের নেতা মুক্তিযোদ্ধা শফি খান, যুবনেতা মো.এনায়েত হোসেন, জাসদ নেতা আব্দুল মাবুদ, সাংবাদিক হাকিম মোল্লা, রেজাউল করিম, মোঃ হারুনুর রশিদ, মীর সাকিব হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বন্ধ হয়ে যাওয়া পাটকল ও সুতাকলগুলো লুটেরারা বিভিন্নভাবে দখল করে রেখেছে।বক্তারা এসব বন্ধ ও বেআইনীভাবে দখল হয়ে যাওয়া কলকারখানাগুলোকে উদ্ধার করে পুনরায় চালু করার জন্য সরকারের কাছে দাবি জানান। তারা বলেন,এতে একদিকে যেমন লক্ষ লক্ষ জনশক্তি তাদের কাজ পাবে অপরদিকে পাটচাষে চাষীরা এগিয়ে আসলে তাদের অর্থনৈতিক দুর্দশা ঘুচবে।
সভায় আগামী ২১ এপ্রিল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা কে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়
