প্রতিবছরের মতো এবারও ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন (এমএফজেএফ ) এর উদ্যোগে এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের জন্যে বিনামূল্যে বাসসেবা “রোড টু লাইট এসএসসি-২০২৫” আজ (১০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সীতাকুণ্ডের পরীক্ষার্থীদের নির্বিঘ্নে এবং সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়ার লক্ষ্যে এই উদ্যোগটি ৭ম বারের মতো বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে।
২০২২ সালে সূচনার পর থেকে বিনামূল্যের এই বাসসেবা সীতাকুণ্ডের শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলেছে এবং সর্বস্তরের প্রশংসা লাভ করেছে। এর মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী পরিবহন সংক্রান্ত জটিলতা এড়িয়ে নিশ্চিন্তে তাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পেরেছে। পরীক্ষার্থীদের নিরাপদ, সময়োপযোগী পরিবহন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মহসিন ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন শুরু থেকেই শিক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বিনামূল্যে বাস সেবা “রোড টু লাইট এসএসসি-২০২৫” এই ধারাবাহিকতারই একটি অংশ।
পরীক্ষার্থীরা বড়দারোগাহাট-সীতাকুণ্ডসদর, কুমিরা- সীতাকুণ্ডসদর ও কুমিরা- সিটিগেট রুটে বাসসেবা উপভোগ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো.ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার লুৎফুন নেছা। এছাড়াও সংগঠনের সদস্যবৃন্দ এবং উপদেষ্টামণ্ডলীর সদস্যরা এতে উপস্থিত ছিলেন
