বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সাগরপথে মালয়েশিয়াগামী ২১৪ রোহিঙ্গাকে আটক করল নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ২১৪ জন মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিককে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (৮ এপ্রিল) গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ ‘এফভি কুলসুমা’ নামক একটি মাছ ধরার নৌকা থেকে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।bsrm

নৌবাহিনী জানায়, সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি মাছ ধরার নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। তাৎক্ষণিকভাবে ‘বানৌজা দুর্জয়’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নৌকাটিকে থামায় এবং তল্লাশি চালায়। এ সময় নৌকায় ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী ও ২৮ জন শিশুসহ মোট ২১৪ জন যাত্রীকে পাওয়া যায়। আটকরা মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক বলে নিশ্চিত করেছে নৌবাহিনী।

তদন্তে জানা গেছে, নৌকাটি মঙ্গলবার মধ্যরাত ২টার দিকে টেকনাফের শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক নৌকা ও রোহিঙ্গাদের সেন্ট মার্টিন কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী আরও জানায়, আটক নৌকাটিতে যাত্রীদের জন্য ন্যূনতম জীবন রক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানীয় ও সুরক্ষা ব্যবস্থা ছিল না। গভীর সমুদ্রে এই অবস্থায় যাত্রা করায় বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা ছিল। নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপের ফলে সেই বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।ads din

সর্বশেষ

এই বিভাগের আরও