উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয়ের ৪ সদস্য এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে নাছির ট্রেডার্সের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো. নাছির উদ্দিন ভূঁইয়াকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।
রবিবার (৬এপ্রিল) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী সই করা বিদ্যালয়ের প্রধানশিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন করা হল।
তাছাড়া পদাধিকারবলে প্রধানশিক্ষক শ্যামল কুমার রায় সদস্য সচিব, এ আর এম জামশেদ উদ্দিন ভূঁইয়া শিক্ষক প্রতিনিধি এবং মো. অহিদুল আলমকে অভিভাবক সদস্য করা হয়েছে।
চট্টগ্রাম স্টেশন রোডস্থ গুলিস্থান হোটেলের স্বত্বাধিকারী এবং সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান-মালিক সমিতির সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন ভূঁইয়া এলাকার বহু সামাজিক এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত আছেন।
নাছির উদ্দিন ভূঁইয়া সীতাকুণ্ড উপজেলার এতিহ্যবাহী জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয় এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সাতাশি ব্যাচের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।