বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সীতাকুণ্ডে বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিক বাসের চাপায় আবুল মুনছুর (৫৮) নামে এক  ভ্যানচালক  নিহত হয়েছেন।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধা ৭টার দিকে উপজেলাধীন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ছোটদারোগারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল মুনছুর বারৈয়ঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামের আবদুল মুনাফের বাড়ির ছৈয়দুল হকের ছেলে।bsrm

প্রত্যক্ষদর্শীরা  জানায়, ভ্যানচালক মুনছুর ওইদিন সন্ধ্যায় ছোটদারোগারহাট বাজার থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম দিকে পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী চট্টগ্রামমুখি ইউনিক বাস (ঢাকা মেট্রো ব ১২২১৫৯) তাকে চাপা দেয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে  হাসপাতালে নেয়ার পথে ভ্যানচালক মুনছুর শেষ নিশ্বাস ত্যাগ করেন। সীতাকুণ্ড থানা পুলিশের অনুমতি নিয়ে নিজ এলাকার পারিবারিক কবরস্থানে পরদিন মরহুমের লাশ দাফন করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও