বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
উখিয়ায় প্রকৌশলী মিজানুর রহমানকে লাঞ্চিত করার ঘটনায়

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের নেতৃবৃন্দের তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার জেলার উখিয়া উপজেলা নির্বাচনী কর্মকর্তা প্রকৌশলী মিজানুর রহমানকে গত ৩০ মার্চ (২৯ রমজান) সেহরীর পরে পটিয়ায় নিজ বাড়িতে ১০/১৫জন বহিরাগত সন্ত্রাসী কর্তৃক প্রচণ্ড মারধর ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করার সংবাদে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম ও সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান কেন্দ্রের পক্ষ থেকে গভীর উদ্বেগ, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তাঁরা বলেন, এই ধরনের সন্ত্রাসী হামলার কারণে চট্টগ্রামের প্রকৌশলী সমাজের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর আহ্বান জানান।bsrm

সর্বশেষ

এই বিভাগের আরও