বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে ছাত্রলীগ ও আওয়ামী লীগের আরও ৩৯ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একদিনে ৩৯ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনায় যুক্ত, কেউ সরাসরি সহিংসতায় অংশ নিয়েছে, আবার কেউ সহযোগীর ভূমিকা পালন করেছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

সিএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানায় একযোগে অভিযান চালায় পুলিশ। সদরঘাট, খুলশী, পাঁচলাইশ, বাকলিয়া, পতেঙ্গা, ইপিজেড, কর্ণফুলী, বায়েজিদ বোস্তামী, হালিশহর, পাহাড়তলী, ডবলমুরিং, আকবরশাহ, চকবাজার, কোতোয়ালী ও চান্দগাঁওসহ নগরীর প্রায় সব থানাতেই চলে এ অভিযান।bsrm

পুলিশ জানায়, সদরঘাট থানার গ্রেফতার হওয়া আবুল মনছুর আলী বাপ্পী বঙ্গবন্ধু সৈনিক লীগের থানা কমিটির যুগ্ম আহ্বায়ক। খুলশী থানার সারাফাতুল ইসলাম ইমন ছাত্রলীগের নগর কমিটির এক শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। কর্ণফুলী থানার গ্রেফতার হওয়া জাকির হোসেন সবুজ আওয়ামী লীগের স্থানীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।

এছাড়া, বেশ কয়েকজন ছাত্র সংগঠনের নেতাকর্মীও আটক হয়েছেন।

এছাড়াও গ্রেফতারদের মধ্যে রয়েছে বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে অভিযুক্ত একাধিক ব্যক্তি। পুলিশের দাবি, এই ব্যক্তিরা নগরীতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা থাকলেও, সম্প্রতি তারা নতুন করে সংঘবদ্ধ হচ্ছিল।ads din

সিএমপির এক কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, নগরীতে শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অস্থিতিশীলতা তৈরির চেষ্টাকারীদের ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ

এই বিভাগের আরও