শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের নির্বাচন ২৪ ফেব্রুয়ারি

সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করবেন। আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর ৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এবং ৬ ফেব্রুয়ারি কমিশন বরাবর লিখিত আবেদন করে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।একই দিন নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। প্রধান নির্বাচন কমিশনার লায়ন মো.গিয়াস উদ্দিন বলেন, এবারের নির্বাচনে ভোটার ১৬৬৮ জন,চট্টগ্রামের বাইরে এবং প্রবাসীরা ই-ভোট দিতে পারবেন ।প্যানেলভিত্তিক নির্বাচনের বাধা নেই স্বতন্ত্র প্রার্থীও থাকতে পারে। সুন্দর একটি নির্বাচন করার কথা জানিয়ে তিনি বলেন, আশা করছি প্রার্থীদের মধ্যে ভালো প্রতিযোগিতার মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।পূর্ণ প্যানেলে পদ ৩১টি ।

bsrm

সর্বশেষ

ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত

এই বিভাগের আরও