মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

প্রাথমিকে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের আন্দোলনে পুলিশের বাধা, জলকামান ব্যবহার

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের মহাসমাবেশ শেষে সচিবালয়মুখী পদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এসময় তাদের ওপর জলকামান ব্যবহার করা হয়।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে আন্দোলনরতরা পদযাত্রা শুরু করেন। তারা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে সচিবালয়ে যাওয়ার সময় আব্দুল গণি রোডে বিদ্যুৎ ভবনের সামনে পুলিশ প্রথমে তাদের আটকে দেয়। বিকাল ৪টার কিছু আগে আন্দোলনকারীদের ওপরে জলকামান ব্যবহার করে পুলিশ। সর্বশেষ খবর অনুযায়ী আন্দোলনকারীরা সেখানেই অবস্থান করছেন।bsrm

আন্দোলনকারীরা জানিয়েছেন, টানা ১১ দিন ধরে তারা রাজপথে অবস্থান করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন তারা। এর আগেও কয়েকবার আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ বলপ্রয়োগ করে। ৯ ফেব্রুয়ারি পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং লাঠিপেটা করে। ১৫ ফেব্রুয়ারি আন্দোলনকারীদের সরিয়ে দিতে জলকামান ব্যবহার করা হয়। ১৬ ফেব্রুয়ারি আবারও জলকামান ব্যবহার করে। এরপরও শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

এক আন্দোলনকারী শিক্ষক বলেন, আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছি। সরকার আমাদের আশ্বাস দিলেও বাস্তবায়ন করছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো।

অপরদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জন-ভোগান্তি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের বাধা দেয়া হয়েছে।ads din

এদিকে, আন্দোলনকারীরা সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন,  এঘটনায় উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ

এই বিভাগের আরও