বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের বনভোজন ও মিলনমেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

আজ (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী নানান আনন্দ-আয়োজনের মাধ্যমে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের বনভোজন ও মিলনমেলা সম্পন্ন হয়। সংগীতানুষ্ঠান, চেয়ার ও বালিশখেলা, র‌্যাফেল ড্র, ফ্রেন্ডশিপ ও ফেলোশিপের মাধ্যমে প্রকৃতির কোলে একটি দিন বেশ ভালোই কেটেছে সবার।

সকালে প্রথমে তিনটি বাসে করে ফোরামের দেড়শতাধিক পৃষ্ঠপোষক ও আজীবন সদস্য পতেঙ্গা সমুদ্রসৈকতে জোয়াভাটার দৃশ্য অবলোকন,  ঘোরাঘুরি ও ফটোশেসনসহ ঘণ্টাখানেক অবস্থানের পর কর্ণফুলি ট্যানেল দিয়ে যাওয়া হয় পিকনিক ও মিলনমেলারস্থল আনোয়ারাস্থ কোরিয়ান ইপিজেড এর ব্যাম্বু-হাউজসংলগ্ন মাঠে। সেখানে সবার উপস্থিতিতে যেন তৈরি হয় একখণ্ড সীতাকুণ্ড।bsrm

বনভোজনকে ঘিরে দীর্ঘদিন একে অন্যকে পেয়ে স্মৃতিকাতরতায় ভোগেছেন কেউ কেউ। পিকনিক কমিটির চেয়ারম্যান রোটারিয়ান মোহাম্মদ শওকত হোসেন,মহাসচিব জাহিদুল ইসলাম চৌধুরী বিটু,অর্থসচিব মো. বোরহান উদ্দিন,তথ্য ও সম্প্রচার সম্পাদক সাংবাদিক হাকিম মোল্লা,সহ- তথ্য ও সম্প্রচার সম্পাদক আবু নাছের রিপন ও এ এম এস আজম আরজুর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সবকিছু মিলিয়ে বার্ষিক বনভোজন ও মিলনমেলা অত্যন্ত সফল ও সার্থক হয়েছে। আনন্দ-উৎসবের মধ্যমণি ছিলেন সংগঠনের সদস্য তাপস চন্দ্র কর্মকার। বনভোজনের স্থান ও সুস্বাদু ভোজন নিয়ে সকলেই প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।
র‌্যাফেল ড্র এর আগে পিকনিক কমিটির চেয়ারম্যান শওকত হোসেনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের পৃষ্ঠপোষক সদস্য,ইঞ্জিনিয়ার শফিউল আলম,অধ্যাপক ডা.মনোয়ার উল হক শামীম,ইঞ্জিনিয়ান নুর সোলেমান সেলিম,প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান,ইস্পাহানি পাবলিক ও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজি, সভাপতি আজিজ আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ।
পরিশেষে লুচিভাজি আর মুখঢাল খাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও