মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি

মেয়ের গলাকাটা লাশ মিলল বন্ধ ঘরে , মা আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি থেকে আনিকা আক্তার (২৫) নামের ২ সন্তানের এক জননীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যার দিকে হারুয়ালছড়ি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডস্থ বাংলাবাজার সংলগ্ন সোনা মিয়া হাজীর বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত লাশটি একই এলাকার নাজিম উদ্দিনের মেয়ে। তার ৪ মাস বয়সী এক মেয়ে এবং ৬ বছর বয়সী এক ছেলে রয়েছে। তিনি লক্ষীপুর জেলার প্রবাসী মো. মুরাদের স্ত্রী।bsrm

স্থানীয় রবিন, আব্বাস এবং আজিজসহ এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, আজ দুপুর থেকে তাদের ঘরের দরজা বন্ধ পেয়ে সবার সন্দেহ জাগে। পরে রবিনসহ আরও একজন ঘরে প্রবেশ করে দেখতে পায় আনিকার পুরো শরীরে রক্ত, জবাই করাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপের চিহ্ন।

পরে খবর দিলে মাগরিবের পর পুলিশ এসে লাশ উদ্ধার করে। সে সময় ঘরে আনিকার মা ছাড়া কাউকে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি। মেয়েটিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মেয়ে এবং তার মায়ের সামান্য মানসিক সমস্যা আছে বলে শুনেছি। এ ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবে।ads din

এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল হক বলেন, ‘নিহত  আনিকা এবং তার মা কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি এবং তার মায়ের মধ্যে সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকতো। আজ একপর্যায়ে তার মা তাকে একাধিক ছুরিকাঘাত করার পর মেয়েটি সেখানেই মারা যায়। এ ঘটনায় তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও