নিজস্ব প্রতিবেদক *
“খেলাধুলায় অংশগ্রহণ করো,দেহ-মন সুস্হ রাখো”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নুরজাহান- নুরুল ইসলাম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় মাদামবিবিরহাট চেয়ারম্যানঘাটা আন্ত:ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।
গতকাল(১১ জানুয়ারি) রাতে গিয়াস উদ্দিন টিটুর সভাপতিত্বে, মো. রাসেলের উপস্হাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট শিপব্রেকার্স ও ই এন ট্রেডার্সের চেয়ারম্যান ইমরান হোসেন লিটন এবং উদ্বোধক হিসেবে জাহানাবাদ ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামরুল আযম মানিক উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ কায়সার।
ফজলুল কাদের চেয়ারম্যান বাড়িসংলগ্ন স্হানীয় মাঠে দশটি দলের সমন্বয়ে দুটি গ্রুপে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে মাসব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী খেলায় ইমন কায়সার জুটি ২-১ সেটে এমদাদ রুবেল জুটিকে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে।উদ্বোধনী খেলায় রেফারির ভূমিকা পালন করেন মো. রাসেল।