বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
বিএন্ডএফ কেয়ার এর উদ্যোগে

 বৃদ্ধ মা-বাবাদের জন্য আত্মবিশ্বাস উপহারের কার্যক্রম উদ্বোধন সীতাকুণ্ডে

সীতাকুণ্ড প্রতিনিধি *

সীতাকুণ্ড বিভিন্ন  এলাকার অসহায় দুঃস্হ বৃদ্ধ মা- বাবাদের জন্য বি এন্ড এফ ( বহদ্দা এন্ড ফ্যামিলি) মাসিক চিকিৎসা ভাতা প্রদান করেছে।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায়  পৌরসভাস্হ সীতাকুণ্ড প্রেসক্লাব ভবনের হলরুমেbsrm

বিএন্ডএফ এর উদ্যোগে সীতাকুণ্ডের বৃদ্ধ মা-বাবাদের জন্য আত্মবিশ্বাস উপহারের কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সীতাকুণ্ড  উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা.  নুরউদ্দিন রাশেদ।

এ কার্যক্রমের মাধ্যমে নিবন্ধিত ৬০ জন উপকারভোগীকে ওষুধ খরচ বাবদ মাসিক এক হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

বিএন্ডএফ এর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও  মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর বাংলাদেশের মুখপাত্র মো. আশরাফুল আলম ভুঁইয়ার সভাপতিত্বads din

ও বি এন্ড এফ এর ম্যানেজার (এইচআর) আবু জাহেদ জনির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  যথাক্রমে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফোরকান আবু ও  সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,সাবেক সভাপতি এম হেদায়েত উল্লাহ, সৌমিত্র চক্রবর্তী ও সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএন্ডএফ এর কান্ট্রি ডিরেক্টর শাহেদ ইকবাল রিফাত, অপারেশন ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুন ও সমন্বয়ক নুরুল আকতার বাপ্পি।

সর্বশেষ

এই বিভাগের আরও