[bangla_date] || [english_date]

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম পবিত্র রমজানের প্রথম ১০ রহমতের দিন পর্যন্ত চট্টগ্রাম নগরী ও জেলার আশপাশের তনজিমুল মোছলেমীন এতিম ও হেফজখানা, চার দরবেশ এতিম ও হেফজখানা, আলহাজ্ব হোছনে আরা মনজুর হেফজ ও এতিমখানা, ফৌজদারহাট চিস্তিয়া হাফেজিয়া এতিমখানা, হযরত মামা-ভাগিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, কদমরসূল গাউছিয়া তৈয়বিয়া হেফজখানা, জামেয়াতুল মদিয়া মাদ্রাসা ও হেফজখানা, মাদামবিবির হাট শাহজাদিয়া এতিম ও হেফজখানা, নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার এক হাজার দশজন এতিম ও মাদ্রাসার ছাত্রদের সাথে নিয়ে ইফতার সারেন।

ইফতার পূর্ব প্রতিদিন খতমে কোরআনে পাক, রাতে খতমে কোরআনে পাক, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিদিনই বাদে ইফতার ও মাগরিব শেষে এতিমধরে হাতে হাতে নতুন ঈদ বস্ত্র (টুপি, রুমাল, পাঞ্জাবী, পায়জামা ও গেঞ্জি) উপহার সহ প্রত্যেককে ঈদ বকশিস এবং সেহেরি খাওয়ার ভাতের প্যাকেট প্রদান করা হয়। এতিমদের নিয়ে দোয়া ও মোনাজাত চলে প্রতিদিন। এ দশ দিনের মধ্যে এতিম ছাড়াও প্রতিদিন সর্বস্তরের গড়ে এক হাজারের অধিক রোজাদার সাবেক মেয়রের সাথে ইফতার সারেন। দশ দিনের ইফতারে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের সাথে এতিমখানা ও হেফজখানার শিক্ষক, মোস্তফা-হাকিম পরিবারের আলহাজ্ব মো. নিজামুল আলম রাজু, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আযম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম, মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, হয়রত তৈয়ব শাহ (র.) জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইউনুচ রজভী। ইমাম হাফেজ মাওলানা আব্দুল মান্নান সহ আলেম ও ওলামাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। প্রতিদিনই পবিত্র ইফতার পূর্ব রোজাদারদের উদ্দেশ্যে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, রোজাদারদের সেবার মধ্যেই শ্রেষ্ঠ ইবাদত নিহিত আছে বলে আমরা মনে করি। রোজাদার, গরীব দুস্থদের সর্বোচ্চ সেবা বিতরণ করাই আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, আমাদের যাবতীয় মানবকল্যাণ, মানবিক সেবা আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য। আমাদের ১০২টি প্রতিষ্ঠান ও মানবসেবায় নিবেদিত। কোনো সেবাই দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য নয়।