ড. মনওয়ার সাগর * একটি দেশের জাতীয় মূল্যবোধ তথা জাতিসত্তা এবং সে দেশের অভ্যন্তরে বিদ্যমান সামগ্রিক সংস্কৃতির চেতনা থেকে উৎসারিত হয় সে দেশের জাতীয় সঙ্গীত। জাতীয় সংগীত আমাদের পরাণের অথৈ গহিনে নাড়া দেয়। আবেগ সঞ্চার করে। ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি অনন্য সৃষ্টি, যা আমাদের মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে। […]