[bangla_date] || [english_date]

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি এ কিসিঞ্জার মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে এ মার্কিন রাজনীতিবিদের বয়স হয়েছিলো ১০০ বছর।
বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে মার্কিন এ সাবেক পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এতে বলা হয়, কিসিঞ্জারের কূটনীতি ১৯৭৩ সালের আরব-ইসরায়েল সংঘর্ষের অবসানে সাহায্য করেছিল।
একইসাথে প্যারিস শান্তি চুক্তিতেও বিশেষ ভূমিকা রাখেন তিনি। তবে সেসময়ে সমালোচকদের নিন্দার মুখে পড়েন তিনি।
মার্কিন এ নোবেলজয়ী রাজনীতিবিদ একইসাথে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ‘বাস্তববাদ’ থিওরির প্রবক্তা তিনি।