[bangla_date] || [english_date]
আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারী (র:) এর ২৯তম চন্দ্র বার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখছেন সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম এর শ্রদ্ধেয় পিতা হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারী (র:) এর ২৯তম চন্দ্র বার্ষিকী উপলক্ষে আলোচনা,মিলাদ মাহফিল, দু:স্থ রোজাদারদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) ২৯তম চন্দ্র বার্ষিকী উপলক্ষে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে  বাদ জুম্মা বিভিন্ন মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাদ আছর এইচ.এম ভবন মিলনায়তনে খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকাল ৩ টায় হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারীর আত্মার মাগফেরাত কামনায় ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে দু:স্থদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়। বাদ ইফতার এতিম মিস্কিন ও মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়। এইচ এম ভবনে অনুষ্ঠিত আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। এসময় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ও এতিম ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত থেকে ইফতারে অংশগ্রহণ করেন। আলোচনাকালে আলোচকগণ বলেন, হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারী একজন সহজ সরল মনের দানশীল ব্যক্তি ছিলেন। তিনি অলি আউলিয়াদের ভক্ত এবং দরবারে মুসাবিয়ার মুরিদ ছিলেন। এছাড়াও দরবারে মাইজভান্ডারের একনিষ্ঠ আশেকান হিসেবে সত্য ও ন্যায় নীতির উপর জীবন পরিচালনা করে গেছেন। আলোচকগন আরো বলেন, হযতর খাজা আবদুল হাকিম শাহ আল মাইজভান্ডারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ ভক্ত হিসেবে আজীবন আওয়ামী লীগের রাজনীতির সাথে দায়িত্ব সহকারে জড়িত ছিলেন। তাঁর সন্তান ও নাতীরা সমাজে সুপ্রতিষ্ঠিত তাদের মানবসেবা ও সমাজকর্ম বিরল ইতিহাস হিসেবে পরিগনিত হচ্ছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ, সাধারণ সম্পাদক হাজী আলতাফ মিয়া, সহ-সভাপতি লোকমান আলী, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, মাওলানা বশির উদ্দিন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নিজাম উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুখ আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম, সৈয়দ হাফেজ আব্দুল্লাহ মনজুর আলম ও বাদশা আলম। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউনুছ রজভী। ২৫নম্বর  রামপুর ওয়ার্ডে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণকালে স্থানীয় কাউন্সিলার ও প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম ও সাহিদুল আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারী (র:) এর ৪ রমজান ১৪১৬ হিজরী তারিখে ওফাত হন।