নিজস্ব প্রতিবেদক *
জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আবারও দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে দলটির নেতারা বলছেন, এই সরকারকে সহায়তার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করবে বিএনপি।
পাশাপাশি প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন দলটির নেতারা। প্রশ্ন তুলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা এখনও কেন প্রত্যাহার করা হচ্ছে না।
বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জাহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই মাস হতে চলেছে। তাদের যে লক্ষ্য মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, তা যাতে দ্রুত অর্জিত হয় সেটা নিশ্চিত করতে হবে।
এসময় দ্রুত সময়ের মধ্যে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে নির্বাচনের উদ্যোগ নেয়ার তাগিদ দেন এই বিএনপি নেতা।
বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত অব্যাহত রয়েছে মন্তব্য করে তিনি বলেন, স্বৈরাচারের দোসররা ভাবছে টুক করে ঢুকে পড়বে। জনগণ তাদের ধরে ফেলার জন্য বসে আছে। একই সঙ্গে তিনি বলেন, প্রশাসনে এখনও যারা স্বৈরাচারের দোসররা বসে আছেন, সময় থাকতে নেমে যান, নয়তো জনগণ বাধ্য করবে।
এদিকে দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবেলার পর এখন পুনর্বাসন কার্যক্রম চালাচ্ছে বিএনপি। এরই ধারাবাহিকতায় বুধবার ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, হবিগঞ্জে শিক্ষা উপকরণ পাঠাচ্ছে দলটি।
এ ব্যাপারে জাহিদ হোসেন বলেন, ২০ কোটি টাকার অধিক সহায়তা পেয়েছে বিএনপি। দেশের সর্বসাধারণের পাশাপাশি বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা সহায়তা করেছে। দেশের মানুষকে রেখে পালিয়ে যাওয়ার রেকর্ড বিএনপির নেই। খালেদা জিয়া মানুষকে ছেড়ে যাননি। বিএনপি যেকোনো সমস্যায় দেশের মানুষের পাশে আছে, থাকবে।
অপরদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেন, আওয়ামী লীগের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে চায়। দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।