বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

গার্মেন্ট ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ঢাকা প্রতিনিধি *

bsrm

গাজীপুরের শ্রীপুরে গার্মেন্ট ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন, ঘটানো হয়েছে ককটেল বিস্ফোরণের ঘটনা। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার ২ নম্বর সিএন্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।ads din

ওসি বলেন, ‘ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কৃষক দলের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে কিছু সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে নেতাকর্মীরা। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সর্বশেষ

এই বিভাগের আরও