বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

কোটাবিরোধী আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক *

কোটাবিরোধী আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশে বক্তব্য রাখছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী

কোটা আন্দোলনের নামে সাধারণ ছাত্রদের সাথে স্বাধীনতা বিরোধী জামায়ত শিবির ও বিএনপি চক্র দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে তার প্রতিবাদে আজ বুধবার দুপুরে নগরীর মুরাদপুর সিরাজ শপিং কমপ্লেক্স চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।bsrm

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-আবদুচ ছালাম এমপি, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, শফিক আদনান, মশিউর রহমান, চন্দন ধর, হেলাল আকবর চৌধুরী বাবর, দেবাশীষ নাথ দেবু, আজিজুর রহমান আজিজ, এম আর আজিম, মো. সালাউদ্দিন, কাউন্সিলর এম আশরাফুল আলম, মো. মোবারক আলী, নুরুল আলম মিয়া, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, মো. ইসরারুল হক, নুর মোস্তফা টিনু, এরশাদুল আলম বাচ্চু, মো. ইলিয়াছ, নুরুল আজিম রনি, তোসাদ্দেক নুর চৌধুরী তপু সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোটাবিরোধী আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, কোটা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, একটি অশুভ শক্তি বাংলার স্বাধীনতাকামী মানুষের সাথে লড়াই করে অতীতে সফল হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। সাধারণ ছাত্র সমাজ নিরিহ উশৃঙ্খল নয়, এদেরকে সামনে রেখে জামায়াত শিবির চক্র মাঠে নেমেছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জননেত্রী শেখ হাসিনার কর্মীরা ধৈর্য্য ধারণ করে আছি। এবং সজাগ দৃষ্টি রাখছি কখন স্বাধীনতাবিরোধী অপশক্তিকে মোকাবেলা করতে হবে তখনই আমরা এর মোকাবেলা করবো।

মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-ছাত্রীদের ভালোবাসেন, দেশকে ভালোবাসেন বলেই পিতা-মাতা-ভাই হারিয়েও বাংলার মানুষের মুখে হাসি ফুটার জন্য নিজের জীবন বাজি রেখে শত বিপদের মধ্যে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। ষড়যন্ত্রকারীরা তাকে বার বার হত্যা করতে চেয়েছিলো আল্লাহর রহমতে বাংলার মানুষের নেতৃত্ব দেয়ার জন্য এখনো বেঁচে আছেন। ভবিষ্যতেও নেতৃত্ব দেবেন। তিনিই সিদ্ধান্ত দেবেন কখন কি করতে হবে। তার সিদ্ধান্তের আগে আমরা কোন কিছুতে এগিয়ে যাবো না। আমরা সজাগ দৃষ্টি রাখছি আমাদের ভাইদের যারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। ছয় তলা থেকে ফেলে দিয়েছে, রগ কেটে দিয়েছে, মাথার খুলি বের করে দিয়েছে। এরা কারা এদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে।ads din

সভা শেষে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর শত শত নেতাকর্মী নিয়ে মুরাদপুর থেকে ওয়াসা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে নিহত ছাত্রলীগ কর্মীদের গায়বানা জানাযায় অংশ নেন।

সর্বশেষ

এই বিভাগের আরও