বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

খালেদা জিয়া ১১ দিন পর ফিরোজায় ফিরলেন

নিজস্ব প্রতিবেদক  *

bsrm

রাজধানীর একটি হাসপতালে ১১ দিন চিকিৎসা নেয়ার পর বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় এসে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী।

এর আগে, সন্ধ্যা পৌনে ৬টার দিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল ছাড়েন তিনি। বের হওয়ার সময় দলীয় নেত্রীকে একনজর দেখতে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। ভিড় ঠেলে গুলশানের বাসার পথে এগিয়ে যায় বিএনপি নেত্রীর গাড়িবহর।ads din

ব্যক্তিগত চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় বাসায় ফেরানো হয়েছে তাকে। হাসপাতালে সংক্রমণ ঝুঁকি থাকায় এ সিদ্ধান্ত।

হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসকদের পরামর্শে ২২ জুন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এভাকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এর একদিন পর রোববার তার হার্টে স্থাপন করা হয় পেসমেকার।

৭৮বছর বয়সী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হার্ট, ডায়বেটিস, কিডনিসহ নানা রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে।

সর্বশেষ

এই বিভাগের আরও