বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

সীতাকুণ্ডে লরিচাপায় লক্ষ্মীপুরের মহিউদ্দিন নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি *

নিহত মো. মহিউদ্দিন

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় মো. মহিউদ্দিন (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (২৭মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লরিচালক মো. ফারুককে (৪৩) আটক করেছে হাইওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ।bsrm

নিহত মো. মহিউদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পূর্ব আদালতপুর এলাকার মৃত রফিক উল্লাহর ছেলে। তিনি পাইপের মিস্ত্রি হিসেবে কাজ করতেন। লরিচালক মো. ফারুক নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার সর হাজারী এলাকার খোরশেদ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, বেপরোয়া গতিতে আসা ঢাকামুখী পণ্যবাহী ওই লরিটি মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মহিউদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, দুর্ঘটনা পরবর্তী সময় লরিচালককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। লরিটি মহাসড়ক থেকে সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত পথচারীর মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।ads din

সর্বশেষ

এই বিভাগের আরও