নিজস্ব প্রতিবেদক *
চট্টগ্রাম নগরের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেকে এস আলম রিফাইন্ড সুগার মিল নামে একটি চিনিকলে আগুন লেগেছে।
সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা ৫৩ মিনিটে এই চিনিকলের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেল ৪টা থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি।
কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইনচার্জ বরঞ্জীব বড়ুয়া বলেন, ‘আমরা এখনো কাজ করছি। আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। চন্দনপুরা ও কর্ণফুলী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।’
এর আগে শুক্রবার বাকলিয়া এক্সেস রোডের একটি হিমাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও হিমাগারটি নিজেদের নয় বলে দাবি করেছিল এস আলম গ্রুপ।