বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

কৃত্রিমভাবে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক *

bsrm

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কেউ যদি কৃত্রিমভাবে বাড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

আজ শুক্রবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাড়িতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

টিটু বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, কেউ যেন মজুদ করে কৃত্রিমভাবে যাতে দাম বৃদ্ধি না করতে পারে। সেদিকে আমাদের নজর রয়েছে।ads din

‘কেউ করলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার নজরদারি শুরু হয়েছে,’ জানান বাণিজ্যমন্ত্রী।

গত রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে কথা উল্লেখ করে তিনি বলেন, উদ্যোক্তা থেকে ভোক্তা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে পণ্য পৌঁছে দেয়া হবে। এছাড়াও এক কোটি মানুষকে টিসিবির কার্ড দিয়ে রমজানে পাঁচটি পণ্য দেয়া হবে।

আর পণ্যমূল্য স্থিতিশীল রাখতে দেশের আমদানিকারক ও উৎপাদনকারীদের সঙ্গে বৈঠকের কথাও উল্লেখ করেন টিটু।

তিনি বলেন, আমদানিকারক, লোকাল উৎপাদক, কৃষি বিভাগ, খাদ্য বিভাগ, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগসহ সকলের সঙ্গে আলোচনা হয়েছে।

‘তারা বলেছেন, রমজান উপলক্ষে যথেষ্ট পরিমাণ মজুদ আছে। এছাড়াও আগামী তিন মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ আছে,’ বলেন প্রতিমন্ত্রী।

বাণিজ্যের আড়ালে অর্থপাচার বন্ধে উদ্যোগ নিন: অর্থমন্ত্রী বাণিজ্যের আড়ালে অর্থপাচার বন্ধে উদ্যোগ নিন: অর্থমন্ত্রী

আহসানুল ইসলাম বলেন, চিনি, তেল ও খেজুরের শুল্ক বেশি ছিলো। শুল্ক যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে এনবিআরে প্রস্তাব পাঠানো হয়েছে।

পাশাপাশি ভারত থেকে ২০ হাজার মেট্রিকটন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিকটন চিনি আমদানি করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

এছাড়া ব্রাজিলসহ অন্য দেশ থেকে তেল, চিনি আসছে এবং এবার রমজানে দেশে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও