মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

মম ফিরলেন দুই পরিবারের দ্বন্দ্বের গল্প নিয়ে

নিজস্ব প্রতিবেদক

বেশ বিরতির পর প্রকাশ পেয়েছে অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘ননসেন্স’। পহেলা বৈশাখ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে প্রকাশ পাওয়া ছয় পর্বের সিরিজটি নির্মাণ করেছেন রাকেশ বসু।

সিরিজের গল্প ধারণা টনি মাইকেল গোমেজের। লিখেছেন মনসুর রহমান চঞ্চল। চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।bsrm

এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘সিরিজটির গল্প অসাধারণ। পারিবারিক গল্পের সিরিজ এটি। দর্শক এই সময়ে ওয়েব সিরিজে যে ধরনের গল্প দেখতে চান এটি তেমনই। আশা করছি এটি দর্শকের পছন্দ হবে।’

সিরিজের গল্পটি শুরু হয় মধ্যবিত্ত পরিবারের এক ব্যক্তিকে ঘিরে। যার মধ্যে বর্তমান সমাজের প্রতিচ্ছবি রয়েছে। যিনি সবার মন জুগিয়ে চলতে পছন্দ করেন। হঠাৎ করে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এগিয়ে যায় গল্প।

মম ছাড়াও শহরকেন্দ্রিক পারিবারিক গল্পের ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আইশা খান, নাজিবা বাশার, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু, টনি মাইকেল গোমেজসহ অনেকে।ads din

সিরিজের গল্প নিয়ে নির্মাতা রাকেশ বসু বলেন, ‘এটা কোনো ডার্ক ঘরানার গল্প নয়, একই অ্যাপার্টমেন্টে থাকা দুটি ভিন্ন চিন্তাধারার দুটি পরিবারের গল্প। নাটকে তো অনেক বিষয় থাকে, আমরা দেখাতে পারি না। ওয়েব সিরিজে আমরা তা তুলে ধরতে পারি। এই গল্পটা দর্শকের পছন্দ হবে বলে আমি মনে করছি।’

সর্বশেষ

এই বিভাগের আরও