বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
যুবদল -সেচ্ছাসেবকদলের ৪ নেতাকে গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে

সীতাকুণ্ডে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে হত্যা  মামলায় ষড়যন্ত্রের মাধ্যমে সত্যিকারের অপরাধীদের রক্ষা করতে  বাড়বকুণ্ড ও মুরাদপুর ইউনিয়ন যুবদল,স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গ্রেফতার এর প্রতিবাদে আজ শনিবার (৫ এপ্রিল) বিকালে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা যুবদল,স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সীতাকুণ্ড উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাহাবুদ্দিন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর ও পৌর যুবদলের সদস্য সচিব জিয়া উদ্দিন এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন,পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন,সদস্য সচিব সালেহ আহমেদ সলু,সাবেক সভাপতি ইউসুপ  নিজামী,সাবেক কাউন্সিলর শামসুল আলম  আজাদ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর,সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল,উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, আসলাম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরঙ্গ জেব মোস্তফা,সহ সভাপতি ইসমাঈল হোসেন,যুগ্ম সম্পাদক রোকন উদ্দিন মেম্বার,হারুন উর রশিদ ইব্রাহিম,লিয়াকত চৌধুরী জুয়েল,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ফজলুল করিম চৌধুরী,সদস্য সচিব খোরশেদ আলম, তাঁতীদলের সভাপতি লোকমান হাকিম,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলাউদ্দিন মনি,সাবেক সভাপতি সোলাইমান রাজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন রেজা,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ,পৌর ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেন সিরাজী,সদস্য সচিব কামরুল হোসেন বাবলু প্রমুখ।bsrm

বক্তব্য রাখছেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন

বক্তারা বলেন,কৃষকদরের নেতা নাছির হত্যা মামলায় প্রকৃত আসামীদেরকে আড়াল করে নিরপরাধ যুবদল,সেচ্ছাসেবকদলের  নেতাদের কে জড়িয়ে মামলা করেন।এতে প্রকৃত আসামীরা রক্ষা পেয়ে যাচ্ছে। বক্তারা সঠিক তদন্ত করে হত্যায় জড়িতদের গ্রেফতারের জোর দারী জানান।

উল্লেখ্য,নাছির হত্যার ঘটনায় মামলায় এজাহারে থাকা কাজী আনোয়ার,বশির,রাসেল,আরমান শাকিলকে গ্রেফতার করা হয়েছে।

সভা শেষে সীতাকুণ্ড উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের  শেষে সমাপ্তি ঘোষণা করা হয়।ads din

 

সর্বশেষ

এই বিভাগের আরও