সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ সোমবার রাতে রাজধানীর সোবহানবাগ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন। তবে কোন মামলায় দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানায়নি পুলিশ।
ছাত্র–জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মন্ত্রী–সংসদ সদস্যরা। এরপর বিভিন্ন সময়ে তাঁদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন। এবার দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার হলেন।
