রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আইসিইউতে সাবিনা ইয়াসমিন

নিজস্ব প্রতিবেদক

কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালটির ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এই শিল্পী।

খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা সঙ্গীতশিল্পী দীঠি আনোয়ার।bsrm

অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য নয়: ড. মোশাররফঅন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য নয়: ড. মোশাররফ
শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকব’ শিরোনামে অনুষ্ঠানে গান পরিবেশনার সময় অসুস্থ হয়ে পড়েন সাবিনা ইয়াসমিন। পরে তাৎক্ষণিক তাকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া শেষে ছেড়ে দেওয়া হয়।

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাঁকে মঞ্চে দেখা যায়নি।

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও