রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের ৮ম বার্ষিক সাধারণ সভা ও ২৪৭তম নিয়মিত পাক্ষিক সভা গতকাল (১১ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর আগ্রাবাদের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ ওমর ফারুক। ক্লাবের সভা দুপর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বার্ষিক সাধারণ সভা প্রেসিডেন্ট ইলেক্ট মো. নুরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, সভায় আগামী ২০২৫-২০২৬ রোটাবর্ষের নতুন কমিটি গঠন,আয় ব্যয় হিসাব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। দ্বিতীয় পর্বে নিয়মিত পাক্ষিক সভায় রিপসা টিমের সদস্যদের ক্লাব ভিজিট অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু, অতিথি রোটারিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন রিপসা টিমের কো- কো-অডিনেটর পিপি আজিজুল হক, সিপি সালমা রহমান মনি সিপি ইব্রাহিম হাসান। ক্লাব সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি এডভোকেট আরশাদুর রহমান রিটু, পিপি আব্দুল হাকিম, পিপি অ্যাডভোকেট জসীমউদ্দীন চৌধুরী, পিপি মাসুদুর রহমান মজুমদার,পিপি রকি উদ্দিন রিপন, প্রেসিডেন্ট ইলেক্ট মোহাম্মদ নুরুদ্দিন, ক্লাব সেক্রেটারি উজ্জ্বল কান্তি বড়ুয়া, কাজী আব্দুর রহিম মানিক, মো. রফিক উদ্দিন আহমদ, জসিম উদ্দিন। , সাবেক কাজী কামরুল ইসলাম চুন্নু, অতিথি মো. নুরুল আলম ভূঁইয়া কে পিন পড়িয়ে ক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। অতিথি রোটারিয়ানদের রোটারির দি ফোর ওয়ে টেস্ট সম্মাননা স্মারক প্রদান করা হয়। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু। পিপি মাসুদুর রহমান মজুমদারের সৌজন্যে ফেলোশিপ ডিনারের মাধ্যমে সকল কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।

