আজ (১ জানুয়ারি) রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়রের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন সিলিমপুর সিডিএ হযরত ওমর (রা.) মডেল মাদ্রাসার প্রায় ৩শ শিক্ষার্থীদের মধ্যে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই স্কুলব্যাগ বিতরণ করা হয়।
ক্লাব সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি মো. এরাদাত উল্লাহ এফসিএ, পিপি ফজলুর রহমান মজুমদার, ক্লাব সার্ভিস প্রজেক্ট ডিরেক্টের রোটারিয়ান পিপি সুদীপ কুমার চন্দ পিএইচএফ, রোটারিয়ান পিপি হাসান মিয়া পিএইচএফ, রোটারিয়ান পিপি মো. আব্দুর রাজ্জাক পিএইচএফ, প্রেসিডেন্ট-ইলেক্ট রোটারিয়ান মো. আনিসুর রহমান, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সোলেমান হোসেন বাচ্চু, সিলিমপুর সিডিএ হযরত ওমর (রা.)মডেল মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মো. শাখাওয়াত হোসেন মিলন, প্রধানশিক্ষক মাওলানা মো. রবিউল ইসলাম, সাংবাদিক এম সেকা্ন্দার হোসেন, সিডিএ এ ব্লক জামে মসজিদের খতিব মাওলানা ইউসুফ, মো. কাউসার, মো. আল আমিন, মো. ওয়ালিউল্লাহ সুমন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী -অভিভাবকসহ তিনশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়রের সকল শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ.সামাজিক ও মানবিক কার্যক্রম এ মাদ্রাসায় পরিচালনা করা হবে বলে ক্লাবের পক্ষ থেকে ঘোষণা করা হয়-যা পরবর্তীতে সমঝোতা স্বাক্ষর সম্পাদিত হবে- এমন আশাবাদ ব্যক্ত করা হয়
