মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

গণঅধিকার চর্চা কেন্দ্রের রাষ্ট্র সংস্কারের উপর মতবিনিময়সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আজ (২৭ ডিসেম্বর)  বিকেলে চকবাজার অস্থায়ী কার্যালয়ে গণঅধিকার চর্চা কেন্দ্রের উদ্যোগে রাষ্ট্র সংস্কারের উপর এক  মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

গণঅধিকার চর্চা কেন্দ্রের আহ্বায়ক  ডা.মাহফুজুর রহমান এতে সভাপতিত্ব করেন।bsrm

সদস্য-সচিব মশিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ডা. মাহফুজুর রহমান বলেন, “বিগত ৫৩ বছরে কোনো সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের বিরাট অংশ  কোনো সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেননি,  আজো একই অবস্থা বিদ্যামান।এই  অবস্থা উত্তোরণের জন্যে ঔপনিবেশিক শাসন কাঠামো সংস্কারের বিকল্প নেই। তিনি পেশাজীবী শ্রমজীবী, কর্মজীবীসহ সব শ্রেণির জনগণকে রাষ্ট্রীয়-ক্ষমতার অংশীদায়িত্ব দিয়ে স্থানীয় সরকারকে শক্তিশালী  করা,  ইউনিয়ন ও শহরের ওয়ার্ড পর্যায়ের জনগণকে এলাকা শাসণের ক্ষমতা প্রদান,গণতন্ত্র চর্চা,  সব শ্রেণির জনগণের জন্য শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা গ্রহণ,  উপযোগী  সংস্কার সাধনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এতে অন্যদোর বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের মহাসচিব ফাহিম উদ্দিন,দোস্ত মোহাম্মদ, মহিউদ্দিন,শাহ আলম নিপু,শফী খান,রাজা মিয়া,শেখ গোলাম মোহাম্মদ রাজু, আবদুল মাবুদ, এডভোকেট একেএম আবু ইউছুপ, হাসিনা আক্তার টুনু, নজরুল ইসলাম মিয়া, সুজাউদ্দৌলা বাবু, হাসান শহীদ রানা,কাজী রাজেশ ইমরান, মোরশেদ আলম,মো. আবদুল কাদের, আবদুল আহাদ রিপন ,ডা. আর কে রুবেল, মীর সাকিব প্রমুখ

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও