বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন রাজশাহীর পুঠিয়ায়। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে পুঠিয়ার শিবপুর বাজার এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুঠিয়ার আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২০) ও শ্যালিকা যুথী (১৪)।
পুলিশ জানায়, হানিফ তার স্ত্রী ও শ্যালিকাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে নাটোর অভিমুখে যাচ্ছিলেন। পুঠিয়ার শিবপুর বাজার এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা ৩ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক হানিফ ও যুথিকে মৃত ঘোষণা করেন। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা মারা যান।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ঘাতক বাস চিহ্নিত করার পাশাপাশি আইনগত পদক্ষেপ পক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় একটি মমলা দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
