বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

বুদ্ধিজীবী দিবসে বধ্যভূমিতে ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রামের শ্রদ্ধাঞ্জলি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার উদ্যোগে ১৪ ডিসেম্বর সকাল ১১ টায় নগরীর পাহাড়তলীস্থ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে পাহাড়তলীস্থ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করছেন ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রামের নেতৃবৃন্দ

সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে ও সদস্য সচিব মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেলা সহ-সভাপতি দীপংকর চৌধুরী কাজল ও মো. হেলাল উদ্দিন যুব, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য বৃজেট ডায়েস, প্রফেসর রেজাউল করিম, সুমন চৌধুরী, দেবাশীষ আচার্য, অ্যাডভোকেট মো. সাহাব উদ্দীন, আবু সুফিয়ান, ডবলমুরিং থানা শাখার সদস্য সচিব জাহিদুল আলম মুরাদ, আকবর শাহ থানা শাখার আহ্বায়ক মো. সাহাব উদ্দিন আওরঙ্গজেব, খুলশী থানার আহ্বায়ক মোস্তফা আমির, বধ্যভূমি বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন আহমেদ, মোতাহের হোসেন স্বপন, শফি বাঙালি, অথৈ মজুমদার, সুমন দাশ, শাখাওয়াত হোসেন শাখু, নঈম উদ্দিন খান, আতিকুর রহমান আতিক, কামরুজ্জামান, লুৎফুর রহমান জুয়েল, মাসুদ রানা, রকিব হাসান, জিয়াউল হক জিবলু, ইমন শীল, সাজ্জাদ হোসেন তালুকদার, মো. জামশেদুল ইসলাম চৌধুরী, হুমায়ুন কবির মোহন, রবিউল হোসেন রবি, নেওয়াজ খান, জাফর ইকবাল শিপন, জাফর ইকবাল জনি প্রমুখ।bsrm

নেতৃবৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তান সকল বুদ্ধিজীবীকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও