[bangla_date] || [english_date]

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি *

যত্নের ছায়া,ছড়ায় মায়া এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের একটি মাদ্রাসা ও বিদ্যালয়ে ঔষধী ১০০ চারা গাছ

বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরীর জিইসি মোড় ডেবার পাড়,তাফসিরুল কোরআন মাদ্রাসা ও দুপুর ১২টার দিকে আকবরশাহ,ফিরোজ শাহ কলোনী ওভাট জুনিয়র হাইস্কুলে ছাত্র-ছাত্রীদের মাঝে ঔষধী   ১০০ চারাগাছ বিতরণ করা হয়েছে।

এসময় লিও ক্লাব অফ চিটাগং মহানগরের প্রেসিডেন্ট সুস্মিতা দাস চৈতী বলেন, গাছ লাগানোর এখনই উপযুক্ত সময়। আমাদের দেশে প্রয়োজনের তুলনায় গাছ কম। বনভূমি বা বৃক্ষের স্বল্পতার কারণে প্রতিবছর বাংলাদেশে বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, খরা, বজ্রপাত অনাবৃষ্টি লেগে থাকে।তাই আসুন,গাছ রোপণ করি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ভাইস প্রেসিডেন্ট লিও আরিফ হোসাইন,ভাইস প্রেসিডেন্ট লিও মামুনুর রশিদ মাহিন,জয়েন্ট ট্রেজারার লিও উদয় চৌধুরী,প্রেস এন্ড মিডিয়া লিও ফারজানা আকতার লিজা,মেম্বার লিও হালিমা আকতার সাবা ও লিও সোহেল রানা।

এতে আরো উপস্থিত ছিলেন,ওভাট জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা, সহকারী প্রধান শিক্ষক আফরোজা বেগম, দারাকসা বানু,হালিমা বেগম,তানিয়া আকতার, সাজিয়া আকতার, সায়মা আকতার,মাহফুজা আকতার,নারগিস আকতার প্রমুখ।