[bangla_date] || [english_date]

ক্রীড়া প্রতিবেদক *

থিম্পুতে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এক গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ। গতকাল শনিবার দ্বিতীয় ম্যাচেও প্রথমে দুই গোল হজম করে লাল-সবুজরা। আজও বিজয়ী দলের নাম বাংলাদেশ! শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন সাবিনা খাতুনরা।

বাংলাদেশ ২-০ গোলে পিছিয়ে থাকার পর গোল করে ব্যবধান কমান সাবিনা (১-২)। এরপর সমতা আনেন প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা সাগরিকা। ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

নিয়মিত গোলকিপার রুপন চাকমা এবং ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডাকে শুরুর একাদশে রাখেননি কোচ পিটার বাটলার। পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েই বিপদ ডেকে আনেন তিনি। ৬০ মিনিটে মিলি আক্তারকে উঠিয়ে রুপন চাকমাকে নামানো হয়। এরপর ঋতুপর্ণা ও মারিয়াও নামলে খেলা গতি আসে বাংলাদেশের। এর ধারাবাহিকতায় আসতে থাকে গোলও।

ভুটানের মাঠে এই দুটি জয় নিয়েই সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারল বাংলাদেশ। অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ। ২০২২ সালে নেপাল থেকেই প্রথমবারের মতো সাফ শিরোপা জিতেছিল সাবিনার দল।