[bangla_date] || [english_date]

সীতাকুণ্ড প্রতিনিধি *

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার  মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র সৈকতে টানা বৃষ্টিতে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় এলাকার কৃষকদের আহ্বানে সাড়া দিয়ে চাকুরীজীবী, ছাত্র, প্রবাসী, সামাজিক সংগঠন যৌথভাবে  বেড়িবাঁধ মেরামত কাজে স্বেচ্ছায় অংশ গ্রহণ করছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৯টায় উপজেলার গুলিয়াখালী এলাকায় ১৫০ জন লোক স্থানীয় হাজার হাজার মানুষকে বন্যা ও সাগরের পানি থেকে রক্ষা করতে তাৎক্ষণিকভাবে বাঁধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কৃষক ও স্থানীয়রা জানান,সরকারীভাবে কখন কাজ হবে তা নিয়ে বসে থাকলে চরম ভোগান্তির মুখোমুখি হতে হবে আমাদের। এজন্য আজ সকাল ৮টায় স্বত:স্ফূর্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করে কৃষক শ্রমিক ছাত্র জনতা স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ সংস্কারে অংশ নেয়। না হলে বৃষ্টি আর জোয়ারের পানিতে ডুবে যাবে ধানের বীজতলা,ফসলি জমি ও পুকুর ভরা মাছ।জলাবদ্ধতায় আটকে থাকতে হবে এলাকার শতশত মানুষ। দ্রুতই জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে তারা।