[bangla_date] || [english_date]
সাবেক এমপি কাসেম মাস্টারের কবরে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর মোনাজাত পরিচালনা করছেন সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ।

সাবেক প্যানেল স্পিকার, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সাবেক সভাপতি প্রয়াত এ বি এম আবুল কাসেমের কবরে শ্রদ্ধাঞ্জলি জানালেন তাঁরই রাজনৈতিক সহযোদ্ধা ,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ।

শনিবার (৭জুলাই) সীতাকুণ্ডের সলিমপুরস্থ  মরহুমের কবরে  গণমানুষের নেতা আবুল কাসেম মাস্টারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।  এসময় আবুল কাসেম মাস্টারের জেষ্ঠ্য সন্তান সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন, উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, ভাইস চেয়ারম্যান কাজী গোলাম মহিউদ্দিন,  উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম,সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন পিপিএম, সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন আজিজ , উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ (মন্জু), উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুনসহ স্থানীয় বিপুলসংখ্যক আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের পর সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সৌজন্য সাক্ষাত করেন প্রয়াত এ বি এম আবুল কাসেমের  সহধর্মিণীর সঙ্গে।

পরবর্তীতে সিডিএ চেয়ারম্যান সলিমপুর পাকা রাস্তার মাথা বাজারে সিডিএর প্রস্তাবিত মার্কেটের স্থান পরিদর্শন এবং জলিল সিডিএ আবাসিক এলাকা পরিদর্শন করেন।

সলিমপুর পাকা রাস্তার মাথা বাজারে সিডিএর প্রস্তাবিত মার্কেটের স্থান পরিদর্শন করছেন সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ এবং চট্টগ্রাম -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন