[bangla_date] || [english_date]

নিজস্ব প্রতিবেদক *

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধাবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে।

বার্ন ইনস্টিটিউটে ভর্তি বাকি সাতজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা এই তথ্য জানান।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড কুমিরা এলাকার এসএম করপোরেশন ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। এতে দগ্ধ ১২ জনকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে আটজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।