[bangla_date] || [english_date]

নিজস্ব প্রতিবেদক *

রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের উদ্যোগে আনোয়ারা বটতলী গুচ্ছগ্ৰাম ও রাইনখাইন গুচ্ছগ্ৰামে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রোটারিয়ান প্রদ্যোত কুমার সাহা। প্রধান অতিথি ছিলেন বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আনোয়ারা উপজেলা আওয়ামী সভাপতি অধ্যাপক এম এ মান্নান। গুচ্ছগ্ৰামে তিনশতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসাসেবা প্রদান করেন অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. জনি সরকার, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবজ্যোতি দাস, মেডিসিন শিশুবিশেষজ্ঞ ডা. রিয়েল সরকার, গাইনি বিশেষজ্ঞ ও সনোলজিস্ট ডা. সুস্মিতা দে, দন্ত ও মুখ গহ্বর বিশেষজ্ঞ ডা. সানি দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মো.নজরুল ইসলাম নান্টু, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ নুরুদ্দীন, রোটারিয়ান ডা. জনি সরকার, রোটারিয়ান ফারজান নাহার ফাতিমা, রোটারিয়ান উজ্জ্বল কান্তি বড়ুয়া, রোটারিয়ান কাজী আব্দুর রহিম, রোটারিয়ান রফিক আহমেদ, আনোয়ারা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শামীমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বটতলী এলাকায় দুটি গুচ্ছগ্ৰাম‌‌‌ রয়েছে। এখানে দুহাজার লোকের বসবাস। সকলেই হতদরিদ্র দুমুঠো ভাতের জোগাড় করতে পারে না। প্রান্তিক এ জনগোষ্ঠীকে বিনামূল্যে রোগনির্ণয়, ঔষধ ও চিকিৎসাসেবা দিয়ে রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।