[bangla_date] || [english_date]

নিজস্ব প্রতিবেদক *

জাতীয় বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯১তম ফাঁসি দিবসে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।  গতকাল (১০ জানুয়ারি) বিকেলে বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলা ৫নম্বর সারোয়াতলী ইউনিয়নে সারোয়াতলী গ্রামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ দীপ্তি দাশ, প্রধান বক্তা ছিলেন ৫নম্বর সারোয়াতলী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি চৌধুরী ।

সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক। এতে বিশেষ অতিথি মোহাম্মদ দিদার, মোহাম্মদ জাহেদ মিয়া, মাস্টাস স্বপন দত্ত, স্বপন আইচ, সুজন চৌধুরী, যুবলীগ নেতা নিশান চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার এই গ্রামে জন্মগ্রহণ করার কারণে স্বাধীনতা-সংগ্রামী মানুষের কাছে সারোয়াতলী গ্রামটি তীর্থস্থান। ব্রিটিশ শাসকের দু’শ বছরের অত্যাচারের গ্লানি থেকে দেশকে মুক্ত করতে খুব অল্প বয়সে মাস্টারদা সূর্য সেনের দলে যোগদান করেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার। ব্রিটিশের প্রহসনের বিচারে জাতীয় বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারকে ভারতীয় দন্ডবিধির ১২১/১২১-এ ধারায় ১৯৩৪ সালের ১২ জানুয়ারি একইদিনে একই সময়ে একই মঞ্চে চট্টগ্রাম কারাগারে গভীর রাতে ফাঁসি দেয় ব্রিটিশ শাসক। মৃত্যুদণ্ড প্রদানের আগে তাঁদের দাঁত ও হাড় ভেঙ্গে দেয়। এরপর অজ্ঞান হয়ে যান। নিষ্ঠুরভাবে তাঁদের অর্ধ মৃতদেহ দুটি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। তাঁদের মৃতদেহ দুটি আত্মীয়-স্বজন সুভাকাঙ্খীদের কাছে ফেরত না দিয়ে ভোর হওয়ার আগে চট্টগ্রাম বন্দরে আগে থেকেই অপেক্ষামাণ ব্রিটিশদের জাহাজ “দি রিনাউন” এ করে বঙ্গোপসাগরে পাথর বেঁধে ডুবিয়ে দেয়। পরিশেষে বক্তারা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে একই সূত্রে গাঁথা। বিপ্লবীদের পথ ধরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ উপহার দিয়ে যান।