[bangla_date] || [english_date]

চট্টগ্রাম -১০ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম এর ফুলকপি প্রতীক এর প্রধান নির্বাচনী কার্যালয় সোমবার ( ১৮ ডিসেম্বর) বিকেলে শুভ উদ্বোধন করা হয়েছে।

চট্টগ্রাম -১০ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম এর ফুলকপি প্রতীক এর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে মোনাজাত করা হচ্ছে

নগরীর পিসি রোড, সরাইপাড়া  কলকা সিএনজি স্টেশনের পেছনে এ কার্যালয়টি অবস্থিত। খতমে কোআনে পাক, খতমে বোখারি শরীফ, মিলাদ, দোয়া এবং মোনাজাতের মধ্যদিয়ে শুভ যাত্রা করলেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। এদিন সুধি সমাবেশ, পদ্মপুকুর জামে মসজিদ, ওয়ার্লেস জামে মসজিদ, মুরাদপুর জামে মসজিদ, খান সাহেব আবদুল হাকিম মিয়া জামে মসজিদ, শহীদ নগর স্কপ জামে মসজিদের মুসল্লি, মুনছুরাবাদ সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত উঠান বৈঠক সহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ  মনজুর আলম প্রথম দিনের নির্বাচনী প্রচারণা শেষ করেন।

এ সকল কর্মসূচীতে স্বতন্ত্র প্রার্থী  মনজুর আলম বলেন, আমার নির্বাচনী  প্রতীক ফুলকপি বাঙ্গালীর গ্রাম বাংলার প্রতিচ্ছবি। এ প্রতীককে আমি এলাকাবাসীর দিন বদলের প্রতীক হিসেবে গ্রহণ করেছি। সেবার মাধ্যম হিসেবে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার সাথে অন্য কোনো প্রতিদ্বন্দ্বির বৈরিতা বা প্রতিহিংসা নেই। প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনকে অর্থবহ করাই আমার অঙ্গিকার।

তিনি বলেন, সরল মনে সরকার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে আমি প্রার্থী হয়েছি। ভোটারদের নিরাপত্তা বিধান, স্বাধীনভাবে ভোট প্রয়োগের পরিবেশ আমি চাই। মনজুর আলম বলেন, আমি দেশের কল্যাণ, উন্নয়ন সমৃদ্ধি ও দেশ এগিয়ে যাওয়ার নীতিতে শতভাগ বিশ্বাসী। সকলকে নির্ভয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রয়োগের আহবান জানান। তিনি বলেন, ফুলকপি  প্রতীকে ভোট দিলে আমি সেবার সুযোগ পাব। এ সুযোগ প্রদানের জন্য তিনি ভোটারদের প্রতি বিনীত আবেদন জানান।

এ সকল কর্মসূচীতে সোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতী হারুনুর রশীদ। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মতিউর রহমান। আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারিছ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ নাছির উদ্দিন বুলু, কামরুল হাসান, শামসুল আলম, সালাউদ্দিন আলী আজগর, মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন, মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন, মাওলানা মোহাম্মদ মজিবুর রহমান, মাওলানা আব্দুল আজিজ, আব্দুল হালিম, মফিজুর রহমান, বিভিন্ন মসজিদের খতিব ও ইমামদের মধ্যে মুফতি এসএম ইলিয়াছ, মাওলানা গোলাম সরোয়ার, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ নুরী, মাওলানা হাজী গোলাম মাওলা রুবেল, মাওলানা লেয়াকত আলী তালুকদার আমিনুল হক আবদুল হাদি, সাইফুল আলম চৌধুরী, সমাজ সেবক এম এ তাহের, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, সৈয়দ নাবিদ আবদুল্লাহ, সৈয়দ আবেদ আবদুল্লাহ, সারহান আবদুল্লাহ, এসএম দিদারুল হক, আমিনুল হক, জাহিদুল হক, কাজী এরশাদ কালাম, সালাউদ্দিন বাবলু, নুরুল আজিম, ইকবাল বাহার, ছগির শাহ সহ অন্যরা।